মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন স্থলবন্দর হয়ে এক হাজার ২৮৮ টন পেঁয়াজ দেশে এসেছে।
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার রঙ্গলাল প্লাজায় গত বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠানটির এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ফরিদপুরে উদ্বোধন হওয়া শাখাটি লংকাবাংলা ফাইন্যান্সের ২৩তম শাখা।
এর উদ্বোধন করেন লংকাবাংলা ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার। এ সময় লংকাবাংলা ফাইনান্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।