ডিজিটাল বিজ্ঞাপনের ধারণা বিনিময়ে রবির ‘রিডটকন’

‘রিডটকন’ নামে একটি নলেজ শেয়ারিং প্লাটফরম চালু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 12:59 PM
Updated : 19 May 2017, 12:59 PM

ডিজিটাল বিজ্ঞাপনের প্রসারে আলোচনা, মতবিনিময় ও ধারণার আদান-প্রদান করা হবে এ প্লাটফরমে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয় বলে শুক্রবার রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ডিজিটাল বিজ্ঞাপনের অত্যাধুনিক কলাকৌশলের মাধ্যমে কাঙ্খিত গ্রাহকের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়াই ‘রিডটকন’ এর উদ্দেশ্য।

এছাড়া এটি ডিজিটাল ইকো সিস্টেমের বিভিন্ন দিক যেমন- অনলাইন স্টার্টআপ, দেশে ই-কমার্সের পরিস্থিতি এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনধারায় ডিজিটাল বিশ্বের প্রভাব সম্পর্কিত জ্ঞানের বিস্তার ঘটাবে।

অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, প্রজেক্ট ডিরেক্টর (ইন্টিগ্রেশন অফিস) শিহাব আহমেদ, রবি ডিজিটাল সার্ভিসের অ্যাক্টিং কান্ট্রি হেড দেওয়ান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে রবির ডিজিটাল অ্যাডভার্টাইজিং সল্যুশন ‘মোবিরিচ’ নতুন করে ‘অ্যাডরিচ’ নামে উদ্বোধন করা হয়।

অ্যাডরিচের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ডিজিটাল চ্যানেল ব্যবহার করে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে।   

অনুষ্ঠানে ‘ট্রান্সফরমেশন অব অ্যাডভার্টাইজিং ল্যান্ডস্ক্যাপ ফ্রম ট্র্যাডিশনাল টু ডিজিটাল’ বিষয়ে প্যানেল আলোচনা হয়।

গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ, মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং এস্কিমির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার এগনে সেটনিকেটি এতে আলোচক ছিলেন ।

অন্য আরেকটি অধিবেশনে ‘লাইটক্যাসেল পার্টনারস’ বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর চিত্র তুলে ধরে।

‘রিডটকন’ এর ফেইসবুক পেইজ https://www.facebook.com/reachconnect.recon/