মগবাজার এক্সচেঞ্জের ১১ হাজার নম্বর পরিবর্তন হচ্ছে

আধুনিক ও উন্নত সেবা দিতে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৩১’ ও ‘৮৩২’ গ্রুপের মোট ১১ হাজার টেলিফোন নম্বর আট ডিজিটের নতুন নম্বরে রুপান্তর করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি-বিটিসিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 01:56 PM
Updated : 6 April 2017, 01:56 PM

আগামী ১০ এপ্রিল থেকে পর্যায়ক্রমে এসব নম্বর আট ডিজিটের নতুন নম্বরে রুপান্তর করা হবে বলে বৃহস্পতিবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সাত ডিজিট সম্পন্ন পুরাতন নম্বর অপরিবর্তিত থাকবে, তবে আগে ‘৪’ যোগ হবে।

উদাহরণ হিসেবে পুরাতন সাত ডিজিটের নম্বর ‘৮৩১৩৩৯৯’ এর প্রথমে ৪ বসিয়ে আট ডিজিটের পরিবর্তিত নতুন নম্বর ‘৪৮৩১৩৩৯৯’ হবে বলে জানানো হয়।

গ্রাহকদের অবগতির জন্য পুরাতন নম্বর ও নতুন নম্বরের বিস্তারিত তথ্য বিটিসিএলের অফিসিয়াল ওয়েব পেইজ www.btcl.com.bd তে দেওয়া হয়েছে।

গ্রাহকগদের প্রতিটি নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কল করে জানান হবে।

এছাড়া গ্রাহকরা টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে চাইলে অফিস চলাকালীন সময়ে ৮৩৩১০০০ এবং ৯৩৫৮৭৪১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছে বিটিসিএল।