গরমে ওয়ালটনের নতুন শীতলীকরণ পণ্য

গরমের মওসুম শুরু হওয়ায় নতুন নতুন মডেলের বৈদ্যুতিক শীতলীকরণ পণ্যের বিপণন নিয়ে আশাবাদী হয়ে উঠছে দেশীয় কোম্পানি ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 12:58 PM
Updated : 20 March 2017, 12:58 PM

সম্প্রতি বাজারে নতুন মডেলের এসি ও ফ্যান ছাড়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

এর মধ্যে রয়েছে এনার্জি সেভিং ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজির দেড় টনের এসি, চার ও সাড়ে চার টনের সিলিং টাইপ এবং সাড়ে তিন ও চারটনের ক্যাসেট টাইপ এসি।

ওয়ালটনের এসি বিপণন বিভাগের ইনচার্জ আব্দুল বারী বলেন, গতবারের চেয়ে ৫৭ শতাংশ বেশি এসি বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। বাজারে রয়েছে দেশের আবহাওয়া উপযোগী ৬৫ হাজার টাকা মূল্যের দেড় টনের ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এসি।

চলতি মাসেই ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির দুই টনের এসি আসছে বলে জানান তিনি।

ওয়ালটনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মত এসির কনডেনসারে অ্যান্টি করোসিভ হাইড্রফিলিক গোল্ডেন কালার ফিন প্রযুক্তি ব্যবহার করছে ওয়ালটন, যা এসিকে আরও টেকসই করবে।

বর্তমানে ৩৫ হাজার টাকায় এক টন, ৪৩ হাজার ৯০০ টাকায় দেড় টন এবং ৫৪ হাজার টাকায় দুইটনের ওয়ালটন এসি পাওয়া যাচ্ছে।

এছাড়া নতুন মডেলের সিলিং, টেবিল, রিচার্জেবল, দেওয়াল ও প্যাডেস্টাল ফ্যানও শীতলীকরণ পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ওয়ালটন ফ্যানের প্রোডাক্ট ম্যানেজার ইবনে জাবেল বলেন, এবার দেশের বাজারে ১৪ লাখ ফ্যান বিক্রির টার্গেট নিয়েছেন তারা।

এর মধ্যে আট লাখ সিলিং ফ্যান, তিন লাখ টেবিল এবং দেওয়াল ফ্যান, রিচার্জেবল ও প্যাডেস্টাল ফ্যান প্রতিটি এক লাখ করে বিক্রির টার্গেট রয়েছে কোম্পানিটির।