সামিট পাওয়ারকে সতর্ক করল বিএসইসি

আইন না মানায় বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডকে সতর্ক করেছে বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 03:31 PM
Updated : 15 March 2017, 04:01 PM
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০০তম সভায় কোম্পানিটিকে এ বিষয়ে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হক সভায় সভাপতিত্ব করেন।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সিকিউরিটিজ আইন সময়মত যথাযথভাবে পরিপালন না করার জন্য সভায় সামিট পাওয়ারকে সতর্ক পত্র ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

এতে বলা হয়, কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুল ১২ (২) অনুযায়ী হিসাব প্রস্তুত করেনি। কমিশনের ২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি দেওয়া নির্দেশনা অনুযায়ী মূল্য সংবেদনশীল তথ্যও প্রকাশ করেনি কোম্পানিটি।

কোম্পানিটি অ্যামালগামেশনের আগে প্রয়োজনীয় কাজ সম্পন্ন না করে তথ্য প্রদান করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮ লঙ্ঘন করেছে।

রেকর্ড ডেট প্রদান না করার মাধ্যমে ডিপজিটরি প্রবিধানমালা ২০০৩ এর প্রবিধান ৪৬(২) ও (৩) লঙ্ঘন করেছে।

“এছাড়া কোম্পানিটি হাই কোর্টের রায় যথাযথভাবে পরিপালন করে নাই।”

তবে পরে হাই কোর্টের রায় এবং বিএসইসির নির্দেশনা পরিপালন করছে প্রতিষ্ঠানটি।

সামিট পাওয়ার সামিট গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। গ্রুপের চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ আজিজ খান।

বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সামিট পাওয়ার ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।