২০১৯ থেকে বাণিজ্য মেলা পূর্বাচলে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ সাল থেকে পূর্বাচলে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 04:39 PM
Updated : 15 Feb 2017, 04:39 PM

এ জন্য পূর্বাচলে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও বুধবার সংসদে জানিয়েছেন তিনি।

প্রায় তিন দশক আগে বাণিজ‌্য মেলার শুরু থেকে তা শেরে বাংলা নগরে হয়ে আসছে। এতে ওই এলাকায় পুরো মাস ধরে যানজট লেগে থাকে।

তোফায়েল বলেন, “জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা ঢাকা থেকে পূর্বাচলে স্থানান্তরের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে চীনের কর্তৃপক্ষের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি চুক্তি সই হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন এই স্থানের নাম ‘চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ হবে জানিয়ে তিনি বলেন, “আশা করা যায় ২০১৮ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। সেক্ষেত্রে ২০১৯ সালের বাণিজ্য মেলা পূর্বাচলের নতুন মেলা সেন্টারে অনুষ্ঠিত হবে।”

২০০৮–০৯ থেকে ২০১৫–১৬ পর্যন্ত বাংলাদেশ চা রপ্তানি করে ৩৫ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছে বলে সংসদে জানান মন্ত্রী।

তিনি জানান, গত অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৪ হাজার ৭৬৩ মিলিয়ন ডলার এবং পাকিস্তানের সঙ্গে ৪৬০ মিলিয়ন ডলার।

“সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। টাকার পরিমাণ সাড়ে ৮ মিলিয়ন মার্কিন ডলার।”

বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাকের কারখানার সংখ্যা ৪ হাজার ৬০৪টি। তবে নিরাপত্তা মান খারাপ হওয়ায় ৩৯টি কারখানা সম্পূর্ণ এবং ৪৭টি কারখানা আংশিক বন্ধ রয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।