বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সিটিসেলের

সরকারের বকেয়াসহ অন্যান্য পাওনা পরিশোধ করতে সিটিসেল একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বলে জানিয়েছেন সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 02:30 PM
Updated : 17 August 2016, 02:30 PM

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একটি বিদেশি ইনভেস্টমেন্ট কোম্পানির সাথে চুক্তি করেছি, এ মাধ্যমে আমরা বকেয়াসহ অন্যান্য বিষয় সমাধান করত পারব বলে আশা করি।”

তবে বন্ধের মুখে থাকা এই অপারেটরটি কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে তা জানাননি তাসলিম।

এর আগে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বিনিয়োগ আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ইতোমধ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।”

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা কমতে কমতে এখন দুই লাখের চেয়ে কম।

টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে সিটিসেলের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।

সিটিসেলের লাইসেন্স বাতিলের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে এর গ্রাহকদের অপারেটর পরিবর্তনের জন্য ২৩ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।