
গুলশান হামলায় শোক জাপান-বাংলাদেশ চেম্বারের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2016 12:26 PM BdST Updated: 01 Aug 2016 01:17 AM BdST
গুলশানে ভয়াবহ হামলায় শোক জানিয়েছে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স (জেবিসিসিআই)।
সোমবার এক শোকবার্তায় সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, “জীবনের এই অপূরণীয় ক্ষতি আমাদের হৃদয়েও রক্তক্ষরণ ঘটাচ্ছে।”
শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ছয় বন্দুকধারী হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। বিদেশি নাগরিকদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি ও একজন ভারতীয়।
পরদিন সকালে কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হয়, সে সময় ছয়জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজনকে হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

জঘন্য ওই হামলা দুই দেশের ‘দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে’ ক্ষতিগ্রস্ত করার বদলে ‘আরও শক্তিশালী’ করবে বলে মত তাদের।
“দুই দেশের মানুষের সংহতির উপর দাঁড়িয়ে বিষাদময় এই ঘটনা কাটিয়ে উঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই আমাদের আশাবাদ,” বলা হয় বিবৃতিতে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- এসএ গেমস: দাপুটে জয়ে সোনা জিতল ছেলেরা
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- ১৯ সোনায় নতুন চূড়ায় বাংলাদেশ
- বৈশ্বিক ক্রীড়া আসরে ৪ বছর নিষিদ্ধ রাশিয়া
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- মানবাধিকার সংগঠনগুলোর ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু
- চলে গেলেন অভিজিতের বাবা অজয় রায়