শুক্রবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী সুপার স্টার গ্রুপের (এসএসজি) ‘বার্ষিক বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব বলেন, “নতুন ভ্যাট আইন নিয়ে অনেকে চিন্তিত। নতুন ভ্যাট আইন নিয়ে এ সংক্রান্ত কমিটি কর্তৃপক্ষের সাথে ১১ বার মিটিং করা হয়েছে।
“জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআইয়ের যৌথ কমিটিতে আমরা যে ৭টি অ্যামেন্ডমেন্ট চেয়েছি তা যদি তারা দেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ভ্যাট যে সমস্যা তা থাকবে না।”
মাতলুব বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কিছু করবেন না যাতে আমাদের ব্যবসায়ী ভাইদের কষ্ট হবে।”
পণ্যর মান ধরে রাখার পাশাপাশি দেশীয় শিল্পে অবদান রাখার জন্য অনুষ্ঠানে এসএসজির প্রশংসা করেন এফবিসিসিআইয়ের সভাপতি।
অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ বলেন, “এসএসজির এগিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে প্রতিষ্ঠানের সবাই একযোগে গত ২২ বছর ধরে কাজ করেছে।”
এসএসজি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, গ্রুপ চিফ মার্কেটিং অফিসার আফতাব মাহমুদ খুরশীদ, সাপ্লাই চেইন ডিরেক্টর মাহবুবুর রহমান, হেড অব সেলস্ শাখাওয়াত হোসেনসহ প্রতিষ্ঠানটির পরিবেশক, সারা দেশের বিক্রয়কর্মী এবং কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।