মধ্যরাত থেকে ভোর পর্য‌ন্ত ‘এসএমএসে বিরক্ত নয়’

রাত ১২ থেকে ভোর নাগাদ মোবাইল ফোন গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস পাঠানো যাবে না বলে অপারেটরদের সতর্ক করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2016, 10:39 AM
Updated : 15 May 2016, 10:42 AM

রোববার সচিবালয়ে কলড্রপে ক্ষতিপূরণ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে এক সভায় তিনি এ  সতর্কতা দেন।

বর্তমানে মোবাইল ফোন গ্রাহকদের কাছে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন বা প্রমোশনাল এসএমএস এবং ফোন কল আসে, যা নিয়ে অনেকেই বিরক্তবোধ করেন।

গ্রাহকদের অভিযোগ, সময়-অসময়ে নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের এসএমএস বা ফোন কল আসে, যা বন্ধ করার কোনো উপায়ও তারা পাচ্ছেন না।

.

এ বিষয়টিতে সাংবাদিকরা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বৈঠকে উপস্থিত অপারেটরদের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আগেই অপারেটরদের এ বিষয়ে বলা হয়েছিল, রাত ১২টা থেকে ভোর ফজরের নামাজ পর্যন্ত এই সব এসএমএস আসা যাবে না। “

২০১৩ সালে টেলিমার্কেটিং কোম্পানির বিজ্ঞাপন বা প্রমোশনাল এসএমএস বা অনাকাঙ্ক্ষিত ফোন কল থেকে মোবাইল ফোন গ্রাহকদের  মুক্তি দিকে 'ডু নট ডিস্টার্ব' নীতিমালা করার উদ্যোগ নিয়েছিল বিটিআরসি। কিন্তু সেই নীতিমালা আর চূড়ান্ত হয়নি।