কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

কাচাঁ পাট রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার, যা ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2016, 10:59 AM
Updated : 28 March 2016, 10:59 AM

বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সোমবার এক আদেশ জারি করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

পাট-২ অধিশাখার আদেশে বলা হয়, সকল প্রকার কাঁচা পাট রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩ এপ্রিল থেকে প্রত্যাহার করা হল।

পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গত বছরের ৩ নভেম্বর থেকে এক মাসের জন্য সকল প্রকার কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করে সরকার।

এরপর গত বছরের ২ ডিসেম্বর সব ধরনের কাঁচা পাট রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ৫ জানুয়ারি ৪১টি প্রতিষ্ঠানকে ২০১৫ সালের ৩ নভেম্বরের আগে ইস্যুকৃত ২৫১টি এলসির বিপরীতে দুই লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রপ্তানির অনুমোদন দেয় পাট মন্ত্রণালয়।