ট্যানারি না সরালে প্লটও যাবে: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2016 02:44 PM BdST Updated: 13 Jan 2016 07:56 PM BdST
-
-
-
ফাইল ছবি
হাজারীবাগ থেকে চামড়া শিল্প কারখানাগুলো সাভারে সরাতে মালিকদের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হওয়ার আগে ট্যানারি মালিকদের আবারও সতর্ক করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
Related Stories
তিনি বলেছেন, যেসব ট্যানারি মালিক নির্দেশনা মানবে না, তাদের ক্ষেত্রে সরকার আইনি পথেই হাঁটবে।
নোটিস পাঠিয়েও কাজ না হলে নির্দেশ অমান্যকারী ট্যানারির লাইসেন্স বাতিল এবং সাভারের চামড়া শিল্পনগরীতে তাদের প্লটও বাতিল করা হবে বলে জানান মন্ত্রী।
বুধবার ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাক সামগ্রীর মেলার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
গত রোববার ‘শিল্পখাতের উন্নয়নে চলতি অর্থবছরে সরকারের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়ন’ সভায় শিল্পমন্ত্রী ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ না ছাড়লে ট্যানারিগুলো বন্ধের নির্দেশ দেন। নির্ধারিত সেই সময় শেষ হচ্ছে বুধবার।
এ পরিস্থিতিতে হাজারীবাগ থেকে ট্যানারি উচ্ছেদ করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমু বলেন, “তাদের নোটিস পাঠানো হবে। যেহেতু এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার, সেহেতু নোটিসের মাধ্যমেই তা করতে হবে। হুট করে করা যাবে না।”

রাজধানীর পরিবেশ রক্ষায় হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সরিয়ে নিতে সাভারে চামড়া শিল্পনগরী গড়ে তোলা হলেও ব্যবসায়ীরা তাদের আগের স্থান ছাড়তে অনাগ্রহী।
বিসিক ও ট্যানারি মালিকদের দুই সংগঠনের মধ্যে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী, মালিকদের ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের কথা ছিল।
পরে আরও দুই দফা সময় বাড়িয়ে ট্যানারি স্থানান্তরের সময়সীমা ৩১ ডিসেম্বর করা হয়।
তবে সময়সীমা পেরিয়ে গেলেও এ বিষয়ে ট্যানারি মালিকদের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় ৭২ ঘণ্টা সময় দেন মন্ত্রী।
-
এফবিসিসিআই নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
-
ভারতে বেসরকারি খাতে ৬০০ রুপিতে টিকা বেচবে এসআইই
-
অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটসূচি প্রকাশ
-
কোভিড-১৯: সাড়ে ১০ লাখ পরিবার সহায়তা পাবে বিকাশে
-
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ
-
‘সীমিত পরিসরে’ অভ্যন্তরীণ ফ্লাইট চালু বুধবার
-
‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯
-
‘নগদ’ এ দৈনিক লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা
-
ন্যাশনাল ব্যাংকে এমডি নিয়োগ দিতে চিঠি
-
এফবিসিসিআই নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
-
কোভিড-১৯: সাড়ে ১০ লাখ পরিবার সহায়তা পাবে বিকাশে
-
ভারতে বেসরকারি হাসপাতালে ৬০০ রুপিতে টিকা বেচবে সেরাম ইনস্টিটিউট
-
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ
-
অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটসূচি প্রকাশ
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত