এক এনআইডিতে ১০ সিম!
শামীম আহমেদ, জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2015 09:26 PM BdST Updated: 14 Dec 2015 10:09 PM BdST
একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম রাখার সীমা বেধে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
Related Stories

তিনি বলেন, “একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে বা ব্যক্তিবিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ১০টি সিম রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
“তবে এটি সম্ভাব্য, চূড়ান্ত সিদ্ধান্তে আসা এখনও সম্ভব হয়নি, এটি নিয়ে ভাববার অবকাশ আছে।”
তবে একটি এনআইডির বিপরীতে নির্দিষ্ট মোবাইল ফোন অপারেটরের কতগুলো সিম রাখা যাবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি।
এ বিষয়টি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে জানিয়ে তারানা হালিম বলেন, এই সংখ্যা বাড়তেও পারে।
মোবাইল ফোন অপারেটরদের গ্রাহক বাড়ানোর প্রতিযোগিতায় নিবন্ধন নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলার অবসানে একজন গ্রাহক সর্বোচ্চ কয়টি সিম রাখতে পারবেন সেই সংখ্যা বেধে দিতে এই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।
সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ডাক ও টেলিযোগযোগ বিভাগে একটি প্রস্তাব পাঠায়, যাতে একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেধে দেওয়ার প্রস্তাব করা হয়।
একজন গ্রাহক তার এনআইডি দেখিয়ে এক অপারেটরের পাঁচটির বেশি সিমের মালিক হতে পারবেন না বলেও প্রস্তাবে উল্লেখ ছিল।
তারানা হালিম প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেওয়ার পর সিমের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে নানা অসঙ্গতি ধরা পড়ে।
এরই পরিপ্রেক্ষিতে সিম সংখ্যার সীমা বেধে দিতে বিটিআরসিকে চিঠি দিয়ে তা নির্দিষ্ট করে দিতে তাগিদ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ওই চিঠিতে বলা হয়, এক এনআইডির বিপরীতে এক অপারেটরের সর্বোচ্চ সাতটি এবং সব মিলিয়ে ২৪টির বেশি সিম না রাখার নিয়ম করা যেতে পারে।
বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকসহ মোট ছয়টি অপারেটর মোবাইল ফোন সেবা দিচ্ছে। বিটিআরসি’র অক্টোবরের তথ্য অনুযায়ী, মানুষের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়ে গেছে, যেখানে দেশের জনসংখ্যাই ১৬ কোটি।
নিবন্ধনে শৃঙ্খলা আনতে ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটরগুলো।
-
পোশাকখাতের তরুণ উদ্যোক্তাদের নতুন সংগঠন বায়লা
-
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ফ্রেশ বিস্কুট
-
পণ্য বহুমুখীকরণ ও সক্ষমতায় দিতে হবে জোর: কে এ এস মুরশিদ
-
চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের প্রস্তুতি জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী
-
‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ পেল প্রিমিয়ার সিমেন্ট
-
‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক
-
সোনালী ব্যাংক থেকে টাকা আনা যাবে বিকাশে
-
পঞ্চাশের সম্পর্ক ’নতুন অধ্যায়ে’ নিতে চায় জাপান-বাংলাদেশ
-
‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ পেল প্রিমিয়ার সিমেন্ট
-
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি হচ্ছে ফ্রেশ বিস্কুট
-
পোশাকখাতের তরুণ উদ্যোক্তাদের নতুন সংগঠন বায়লা
-
পণ্য বহুমুখীকরণ ও সক্ষমতায় দিতে হবে জোর: কে এ এস মুরশিদ
-
‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ পেল সোশ্যাল ইসলামী ব্যাংক
-
চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের প্রস্তুতি জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়