দেশের প্রথম বিপিও সম্মেলন শুরু বুধবার
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2015 10:53 PM BdST Updated: 07 Dec 2015 10:53 PM BdST
বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন।
Related Stories
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে আগামী ৯ ডিসেম্বর বুধবার।
আগারগাঁও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, ‘বিপিও সামিট ২০১৫’ নামে এই সম্মেলনে ১২টি সেশনে ৭৯ জন দেশি ও ৯ জন আন্তর্জাতিক বক্তা অংশ নেবেন।
এতে ১০ হাজারের বেশি আগ্রহী অংশ নেবেন- এমন আশা প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পলক বলেন, “বেসরকারি উদ্যোগে এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ও উন্নয়নমূলক বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতানুগতিক অফিসের যেমন ব্যাক অফিস অপারেশন থাকে, তেমনিভাবে তথ্যপ্রযুক্তি খাতের ব্যাক অফিস অপারেশন হচ্ছে বিপিও।

প্রতিমন্ত্রী বলেন, “এটি বাংলাদেশের প্রথম বিপিও সামিট। এই সামিটের মাধ্যমে বিশ্বের কাছে বিপিও খাতে আমাদের অবস্থান ও দক্ষতার কথা তুলে ধরতে চাই।
“দুই দিনের এই সামিটের মাধ্যমে কিছু সুনিদিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, যার মধ্যে অন্যতম দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশি বিপিও সেক্টর সম্পর্কে একটি সম্যক ধারণা দেওয়া, বাংলাদেশে বিপিও সেক্টরে সাফল্যের গল্পগুলো বিশ্ববাসীকে জানানো এবং দেশের তরুণ-তরুণীদের এই সেক্টরকে কাজের ক্ষেত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া।”
বিপিও এর বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনা ব্যাপক। সাম্প্রতিক বছরগুলোতে দেশে টেরেস্ট্রিয়াল ইন্টারনেট ক্যাবল সংযোগ, থ্রিজি সম্প্রসারণ ও ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে দেশে-বিদেশে আউটসোর্সিং কাজে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি আহমেদুল হক ববিসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
-
অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটসূচি প্রকাশ
-
‘সীমিত পরিসরে’ অভ্যন্তরীণ ফ্লাইট চালু বুধবার
-
‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯
-
‘নগদ’ এ দৈনিক লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা
-
এফবিসিসিআই নির্বাচন স্থগিত নিয়ে হাই কোর্টের রুল
-
ইউএস-বাংলা সপ্তাহে একটি ফ্লাইট চালাবে গুয়াংজুতে
-
সব ফ্লাইট বন্ধ ২৮ এপ্রিল পর্যন্ত
-
লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দুধ নিচ্ছে প্রাণ ডেইরি
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ