আগামী সপ্তাহে প্রতিবেশী দেশটিতে যাচ্ছে পোশাক রপ্তানিকারকদের একটি প্রতিনিধি দল।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অপারেটরটি।
এতে বলা হয়, এ বছরের মধ্যে প্রাথমিকভাবে দেশের ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হবে। পরীক্ষামূলক এই প্রকল্পের আওতায় তিন মাস বিনামূল্যে ওয়াই-ফাই সেবা নিতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা।
তাতে যুক্ত হওয়ার পর গ্রামীণফোন নম্বর দিয়ে নিবন্ধন করার পর গ্রাহকরা একটি এসএমএস পাবেন, যার মাধ্যমে তারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ‘আমরা নেটওয়ার্ক’ এই উদ্যোগে গ্রামীণফোনকে কারিগরি সহায়তা দেবে বলে জানানো হয়।