“পুঁজিবাজারে অনেক ধরনের ট্যাক্স ইনসেনটিভ (কর ছাড়) দেওয়া ছিল, তাতে করে কি আমরা খুব বেশি ভালো ফলাফল দেখেছি?”, বলেন তিনি।
Published : 07 Jun 2024, 10:17 PM
কর ছাড় দেওয়ায় পুঁজিবাজার ফুলে ফেঁপে উঠেছে কি না, প্রশ্ন রেখেছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি জানতে চেয়েছেন, দেশের পুঁজিবাজারের সমস্যা কর ছাড়ে নাকি অন্য কোথাও।
শুক্রবার অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থনীতির নানা বিষয়ের পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয় পুঁজিবাজার বিষয়েও।
অর্থমন্ত্রী আগের দিন যে বাজেট প্রস্তাব করেছেন, সেখানে পুঁজিবাজারে অবাধে কালোটাকা বিনিয়োগের সুযোগ যেমন দেওয়া হয়েছে, তেমনি শেয়ার কেনাবেচা করে ৫০ লাখ টাকার বেশি আয় করলে সেই আয়ের ওপর থেকে কর কাটার প্রস্তাবও রাখা হয়েছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট করের মধ্যে যে ব্যবধান ছিল সাড়ে ৭ শতাংশ, সেটিও এবার কমিয়ে আনা হয়েছে ৫ শতাংশে।
দুই ধরনের কোম্পানির মধ্যে করের ব্যবধান কমিয়ে আনা আর মূলধনি আয়ের ওপর কর বসা নিয়েই প্রশ্ন ছিল সাংবাদিকদের।
গেইন ট্যাক্স নামে পরিচিতি পাওয়া এই কর প্রস্তাব বসতে যাচ্ছে, এমন গুঞ্জনেই গত এক মাসেরও বেশি সময় ধরে পুঁজিবাজার ক্রমাগত দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, “আমি জানি না যে তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান পুঁজিবাজার সম্প্রসারণের জন্য কতটা কার্যকরী বিষয়। দীর্ঘদিন তালিকাভুক্ত কোম্পানির করহার কমিয়ে রাখা ছিল, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধানও বেশি ছিল। তাতে করে কি আমাদের পুঁজিবাজার খুব বেশি ফুলে-ফেঁপে উঠেছিল?’’
২০১০ সালের মহাধসের পর থেকে পুঁজিবাজার যেন দাঁড়াতেই পারছে না। একেকবার একেকটি বিষয় সামনে আসে। অংশীজনদের পক্ষ থেকে যেসব বিষয় সামনে আনা হয়েছে, তার মধ্যে প্রধান বিষয়গুলোর সমাধান হয়েছে। ক্রয় মূল্যে এক্সপোজার লিমিট গণনা, বন্ডের বিনিয়োগ এক্সপোজারের বাইরে রাখার মতো বড় দাবিগুলোও পূরণ হয়েছে। কিন্তু বিনিয়োগকারীদের হতাশা দূর হয়নি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের খরা কাটেনি। কেবল ব্যক্তি বিনিয়োগ পুঁজিবাজারকে এগিয়ে পারছে না।
এনবিআর চেয়ারম্যান এনবিআর চেয়ারম্যান দুটি প্রশ্নের জবাব দেন একই সঙ্গে।
তিনি বলেন, “আমরা মনে করছি না, শুধু কর ছাড় দিলেই পুঁজিবাজার উন্নত হবে।…পুঁজিবাজারে অনেক ধরনের ট্যাক্স ইনসেনটিভ (কর ছাড়) দেওয়া ছিল, তাতে করে কি আমরা খুব বেশি ভালো ফলাফল দেখেছি? নাকি ক্যাপিটাল মার্কেটের সমস্যা অন্য কোথাও? সেটা কি চিহ্নিত করা হয়েছে?
“আপনারা শুধু মনে করছেন যে কর ছাড়ই ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণের একটি জায়গা? কর ছাড়ের এই চর্চা তো দীর্ঘ সময় ছিল।’’
বাজেট ঘাটতি মোকাবিলায় কর বাড়াতেই হবে মন্তব্য করে আবু হেনা বলেন, রাজস্ব আদায় বাড়াতে এনবিআর কর ছাড় কমিয়ে আনা, নতুন করারোপ ও বিদ্যমান কর হার বাড়ানোর মত পদক্ষেপ নিচ্ছে।
“তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান এখনো আছে। আমাদেরও তো কর আদায় বাড়াতে হবে। দেশি ও আন্তর্জাতিক চাপ তো আছে, তাই কর বাড়ানো হয়েছে।”
করপোরেট কর এখন সর্বনিম্ন ২০ শতাংশে এসে দাঁড়িয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‘আমরা যদি ১৫ শতাংশ কর নির্ধারণ করি, তবে তো আমাদের রাজস্ব আসবে না। আমাদের রাষ্ট্র এখনও সেই পর্যায়ে আসেনি।’’