বাজেট আলোচনা শুরু

চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনা শুরু হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2021, 05:49 AM
Updated : 6 June 2021, 05:51 AM

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদের বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়।

এর আগে বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। শিশু দিবাযত্ন কেন্দ্র এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয় এরপর। এছাড়া সংসদে তিনটি বিলের রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়।

পরে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল-২০২১ সংসদে তোলেন।

এরপর শুরু হয় সম্পূরক বাজেটের ওপর আলোচনা। সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আলোচনার শুরু করেন।

সম্পূরক বাজেটের ওপর দুই দিন সাধারণ আলোচনা শেষে সোমবার সম্পূরক বাজেট পাস হতে পারে।

বৃহস্পতিবার সংসদে আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওইদিন চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করা হয়।

চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মহামারীর সঙ্কটে সেই গতিপথ ঠিক থাকেনি। সংশোধনে তা পাঁচ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটিতে নামিয়ে আনতে হয়েছে।

গত ২ জুন শুরু হয় সংসদের বাজেট অধিবেশন। মহামারীর মধ্যে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন পরিচালিত হচ্ছে।