বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার বিষয়ে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামালের ‘একমাস দেখে সিদ্ধান্তে’র ঘোষণায় ‘বিস্ময়’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার ২৫ শতাংশ বলে করছাড় নিতে মাছ চাষ থেকে আয় দেখান অনেকে, যেখানে এই হার সর্বোচ্চ ১০ শতাংশ। ‘করহার যৌক্তিক করতে’ বাজেটে অর্থমন্ত্রী মাছ চাষের আয়ে একটি ধাপ বাড়ানোর প্রস্তাব করেছেন।
মহামারীর বাস্তবতার পাশাপাশি দক্ষতার সঙ্কটের বিষয়গুলো তুলে ধরে নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহল সংশয় প্রকাশ করলেও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদী।
করোনাভাইরাস মহামারীর প্রথম বছরের অভিজ্ঞতা নিয়ে সরকার মানুষের ‘জীবন-জীবিকা রক্ষার’ স্লোগান নিয়ে আসছে বছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছে, আকারে বিশাল হলেও সুনির্দিষ্ট পথরেখা না থাকায় তার বাস্তবায়ন নিয়ে জোর সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
বাজেটে মহামারীর আঁচ খুঁজে পাচ্ছেন না গবেষকরা; স্বাস্থ্য খাতের জন্য কোনো দিক-নির্দেশনা নেই; কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো পরিকল্পনা নেই; শিক্ষা খাত নিয়েও নেই কোনো ভাবনা।