পেঁয়াজ আমদানিতে ৫% শুল্ক বসছে

পেঁয়াজ বিক্রি করে দেশীয় চাষীরা যাতে ন্যায্যমূল্য পান, সেজন্য বাঙালির রান্নার অন্যতম এই উপাদান আমদানিতে কিছুটা শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 02:42 PM
Updated : 11 June 2020, 02:42 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদের সামনে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন, তাতে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, “দেশে বর্তমানে প্রচুর পেঁয়াজের চাষ হচ্ছে। কিন্তু আমদানিকৃত পেঁয়াজে শূন্য শুল্কহার বিদ্যমান থাকায় দেশীয় পেঁয়াজ চাষীরা উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য প্রাপ্তি হতে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে।

“এতে ভবিষ্যতে পেঁয়াজ চাষের ক্ষেত্রে চাষীরা নিরুৎসাহিত হতে পারে। তাই দেশীয় পেঁয়াজ চাষীদের নায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ, পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির উপর নির্ভরশীলনা হ্রাসের লক্ষ্যে পেঁয়াজ আমদানিতে কিছুটা শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।”

আমদানি পর্যায়ে পেঁয়াজের উপর শুল্ক বসানোর প্রস্তাব করা হলেও স্থানীয় পর্যায়ে এই পণ্যের সরবরাহের উপর উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।