‘সমৃদ্ধ আগামীর’ প্রত্যাশা সামনে রেখে বৃহস্পতিবার আওয়ামী লীগের তৃতীয়
মেয়াদের প্রথম বছরে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০১৯-২০ অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত
বাজেটের ১৮ শতাংশ বেশি।
বাজেটের সংক্ষিপ্তসারে দেখানো হয়েছে, প্রস্তাবিত বাজেটে মোট ভর্তুকি ও
প্রণোদনার পরিমাণ হবে ৩৩ হাজার ৪৫৯ কোটি টাকা। এই অংক বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের
৮ শতাংশ বেশি।
বাজেট বক্তৃতায় মুস্তাফা কামাল বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, বিভিন্ন
শিল্পে আর্থিক সহায়তা, ভর্তুকি, রাষ্ট্রায়ত্ব, বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের
জন্য ব্যয় বাবদ এই বরাদ্দ প্রয়োজন।
বিদায়ী ২০১৯-২০ অর্থ বছরের মূল বাজেটে ভর্তুকি ও প্রণোদন বাবদ ৩৩ হাজার
২০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সংশোধিত বাজেটে তা কমে ৩০ হাজার ৯৩৭ কোটি টাকা হয়েছে।
এবার পরিচালক ও উন্নয়ন বাজেটে যে ভর্তুকি ও প্রণোদনা ব্যয় দেখানো হয়েছে
তার মধ্যে জনপ্রশাসনে ধরা হয়েছে ২৩ হাজার ৯৯৭ কোটি টাকা। কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা
ধরা হয়েছে ৯ হাজার ১ কোটি টাকা।
সামাজিক নিরাপত্তা খাতে ৩ হাজার ৫৭৪ কোটি, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ৮৪৩
কোটি এবং প্রতিরক্ষা খাতে ৪৭০ কোটি টাকা ভর্তুকি ও প্রণোদনা ধরা হয়েছে।
তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ভর্তুকির তথ্য বাজেটে দেখানো হয়নি।