নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

নদী ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য আসছে বাজেটে ১০০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 04:00 PM
Updated : 13 June 2019, 04:00 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, “সাম্প্রতিক কালে নদী ভাঙনে বসতবাড়ি, জনপথ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে ফেলেছে। নদী ভাঙনকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য ১০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করছি।”

বন্যা-খরা-নদী ভাঙন নিয়ন্ত্রণ ও ভূমি পুনরুদ্ধারের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় দেশের অভ্যন্তরের ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন এবং এ সংক্রান্ত ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতির মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

“সামনের দিনগুলোতে হালদা নদীকে ইসিএ ঘোষণা করাসহ এর সংরক্ষণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, বিভিন্ন সংরক্ষিত এলাকায় ইকো-ট্যুরিজম চালু করা ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হবে।”