বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ৬১ হাজার কোটি টাকা

যোগাযোগ অবকাঠামো খাতে আগামী অর্থবছরে মোট ৬১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিদায়ী অর্থবছরে এ বরাদ্দ ছিল ৫৩ হাজার ৮১ কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 01:45 PM
Updated : 13 June 2019, 01:45 PM

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করেন।

সড়ক উন্নয়ন ও সংস্কার ও  নতুন সড়ক নির্মাণের বিভিন্ন উদ্যেগ বাস্তবায়নের কথা উল্লেখ করে বাজেট প্রস্তাবে বলা হয়, সারাদেশে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলোর স্থলে কংক্রিট সেতু নির্মাণ করা হবে।

পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ আরও বৃহৎ প্রকল্পের কাজ চলছে এবং পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৭ শতাংশের কথা জানানো হয়।

রেলওয়ের সার্বিক উন্নয়নে সরকার ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে ২০১৬-৪৫ পর্যন্ত ৩০ বছরব্যাপী মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে বাজেট প্রস্তাবে বলা হয়, আগামী অর্থ বছরে এক হাজার ১১০ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেল ট্র্র্যাক, ৫২ কিলো মিটার নতুন রেল ট্র‌্যাক নির্মাণ, ১০০ লোকোমোটিভ সংগ্রহ, ২টি আইসিডি নির্মাণ,  এক হাজার ১২০টি যাত্রীবাহী কোচ সংগ্রহসহ সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নের উদ্যেগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া ঢাকা-চট্রগ্রাম দ্রুতগতির ট্রেন নির্মাণের সম্ভ্যাবতা যাচাই করা হচ্ছে।