‘সহজে পয়সা পেতে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে মূসক’

সহজে পয়সা পাওয়া যাবে- এমন ভাবনা থেকেই বাজেটে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানিতে অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2014, 03:36 PM
Updated : 6 June 2014, 07:11 PM

শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘২০১৪-২০১৫ অর্থবছরের বাজেটোত্তর সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বৃহস্পতিবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে মোবাইল ফোন আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এর ফলে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে কী না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “খুব কম দরিদ্র দেশেই বাংলাদেশের মতো মোবাইল ফোন গ্রহণ করেছে। এ সামান্য শুল্ক তারা আপত্তি করবেন না মনে হয়।”

“আমরা এমন সব সুযোগ দেখি, যেখানে পয়সা সহজে পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে ১০ কোটির বেশী মোবাইল ফোনের গ্রাহক রয়েছে, আমি মনে করি এখান থেকে সহজে পয়সা পাওয়া যাবে।”

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, “দেশে কিছু কোম্পানি উন্নতমানের মোবাইল ফোন সংযোজন করছে। তাদের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক দিতে হচ্ছে। অথচ আমদানি পর্যায়ে মোবাইল ফোনে শুধুমাত্র ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য আছে।”

“এর ফলে দেশীয় সংযোজন কোম্পানিগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় মোবাইল ফোন আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হচ্ছে।”

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১১ কোটির বেশী।