চট্টগ্রামে আকমল আলী রোডের দুরাবস্থায় বিপাকে পথচারীরা

ভাঙ্গাচোরা ও অপরিচ্ছন্ন আকমল আলী রোডের সংস্কার জরুরি হয়ে উঠেছে।

অজয় মিত্রঅজয় মিত্র
Published : 13 Oct 2022, 12:28 PM
Updated : 13 Oct 2022, 12:28 PM

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরিজীবী ও পথচারীদের যাতায়াত করতে হয়।

চলাচলের জন্য জরুরি রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই কাদা ও জলজটে একাকার হয়ে যায়। এতে চলাচলকারী মানুষজন পড়েন চরম ভোগান্তিতে।

রাস্তার দুধারেই রয়েছে সারি সারি দোকান ও রেস্তোরাঁ। এই পথে শুকনো সময় ধুলো  এবং বৃষ্টিতে কাদা নিয়মিত সমস্যা।  

এই রাস্তায় ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতার কারণে সংলগ্ন রেস্তোরাঁর পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

এতে কম আয়ের মানুষজন পড়ছে স্বাস্থ্যঝুকিঁতে।  

শ্রী কৃষ্ণ মন্দির, বৌদ্ধ মন্দির এবং মসজিদসহ এই রাস্তার আশেপাশে বিভিন্ন ধর্মীয় স্থাপনাও রয়েছে।

পূজা-পাবর্ণ, কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনগুলোতে ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়ে রাস্তার দুরবস্থায় বিপাকে পড়তে হয় সবাইকে।

পরিপাটি চট্টগ্রাম ইপিজেডের  প্রবেশ পথের কাছে ভাঙ্গাচোরা ও অপরিচ্ছন্ন আকমল আলী রোড়ের সংস্কার জরুরি হয়ে উঠেছে।