গোটা দেশে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকলেও দীর্ঘদিন ধরে ফেনীর বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি অচল হয়ে রয়েছে।
আমার বাসার অদূরে একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে ছোট্ট এ মেয়েটি। মাঝে মাঝেই দেখি বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। সেদিস দূর থেকে দেখছি, সেদিন ও মুখ ফুলিয়ে বসে আছে। কিন্তু কতক্ষণ ওর অভিমান করার সুযোগ আছে? কে দেখবে ওর অভিমান?
ছবিটি গতবছর আমার বাসার বারান্দা থেকে জুম করে তোলা।