‘ওয়েবসাইট সেন্সর করা সংবিধানের পরিপন্থী’

সংকলক
Published : 6 March 2012, 02:34 AM
Updated : 6 March 2012, 02:34 AM

ভারতে সামাজিক যোগাযোগ সেবা সহ শীর্ষ ওয়েবসাইট সেন্সর করা নিয়ে হট্টগোল চলছে বেশ কয়েক মাস ধরেই। ফেসবুক-গুগল সহ শীর্ষ ওয়েবসাইটগুলোকে দেশটির পক্ষ থেকে কনটেন্ট সেন্সর করার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, স্থানীয় আইন মেনেই তাদের ভারতে কার্যক্রম চালাতে হবে, নতুবা ভারতে সেবাগুলো বন্ধ করে দেয়া হবে। বিষয়টি নিয়ে কেবল চিঠি চালাচালিই নয়, আদালতেও গিয়েছে উভয় পক্ষ। তবে সর্বশেষ গুগল সাফ জানিয়েছে দিয়েছে, 'ওয়েবসাইট সেন্সর করা স্থানীয় সংবিধানেরও পরিপন্থী। এটি বাক স্বাধীনতা বন্ধের শামিল।'