প্রজাপতি’র প্রযোজক/পরিচালকদের বিরুদ্ধে মামলা করা উচিত

সংকলক
Published : 15 Nov 2011, 10:01 AM
Updated : 15 Nov 2011, 10:01 AM

গত এক বছর ধরে আমরা বন্ধুরা প্রজাপতি মুভিটা'র জন্য অপেক্ষা করছি। আশা ছিল গানগুলো যেহেতু ভালো মুভিটাও কমপক্ষে থার্ড পারসন থেকে ভালো হবে। তো গতকাল ৪ঃ৩৫ এর শো'র জন্য সকালে গিয়েই ৭টা প্রিমিয়াম টিকিট কিনে নিয়ে আসি। অফিস থেকে ১ ঘন্টা'র ছুটি নিয়ে ৪টায় বের হই, যখন সিনেপ্লেক্সের ২নং হলে ঢুকি তখন ১৫ মিনিটস চলে গেছে, কিন্তু আসল মজা তখনো বাকি। মুভি যতই এগুতে থাকে আমরা ততই বিরক্ত হতে থাকি। আমার কয়েকজন বন্ধু তো কিছুক্ষণ দেখেই বের হয়ে যায়। এরকম একটা ফালতু ছবি'র জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি ভাবতেই খারাপ লাগছে। ইচ্ছে হচ্ছে প্রজাপতি'র প্রযোজক/পরিচালকদের বিরুদ্ধে মামলা করতে। X(X((

বিস্তারিত দেখুন এখানে