আত্মপ্রকাশ করল “টেকস্পেট”

সংকলক
Published : 22 Sept 2011, 08:52 AM
Updated : 22 Sept 2011, 08:52 AM

বাংলাতে একই সাথে প্রযুক্তি এবং সৃষ্টিশীল ব্লগিংকে এগিয়ে নিতে এবং বাংলাকে ইন্টারনেট বিশ্বে প্রথম সারিতে তুলে ধরতে নতুন করে আত্মপ্রকাশ করল "টেকস্পেট" । বর্তমানে এটি আলফা ভার্সনে আছে। টেকস্পেট একই সাথে টেকি,নন-টেকি,ভিজিটর সকল এর জন্য সুবিধাজনক শক্তিশালী প্লাটফরম যেখানে সকল "স্পেটার" পারেন সমান সুযোগ ও উৎসাহ। টেকস্পেট কোন ব্যাক্তি মালিকানাধীন ব্লগ নয়। এটি আপনার-আমার সকলের ব্লগ।এই সাইটের হোস্টিং ও ডোমেইন প্রোভাইডার সোচিপহোস্ট ।

সেপ্টেম্বর ১৯, ২০১১ তারিখ প্রকাশিত নিশাচর নাইম এর পোস্ট থেকে জানা গেল তথ্যপ্রযুক্তি ব্লগ টেকস্পেট সম্পর্কে।

টেকস্পেটে কেন ব্লগিং করবেন? অথবা ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে মূল পোস্টটি পড়তে পারেন এই লিংকে –