ফুলপুর তারাকান্দা থানার পুলিশ মেতেছে গ্রেফতার বাণিজ্যে – উর্ব্ধতন পুলিশে অভিযোগ করে উল্টো হয়রানি ।

সংকলক
Published : 3 August 2011, 06:24 AM
Updated : 3 August 2011, 06:24 AM

ময়মনসিংহের ফুলপুর তারাকান্দা থানার পুলিশ গ্রেফতার বাণিজ্যে মেতে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২৯ জুলাই/১১ইং দিবাগত রাত সাড়ে ১২টায় ফুলপুর থানার এস আই মোশাররফ সঙ্গীয় ফোর্স সহ কাইচাপুর বাজারে অভিযান চালিয়ে জনৈক রমজান আলীর চা-ষ্টল থেকে ফাইজুল করিম(৫২), রজব আলি(৩৮), ইছব আলি(৪০) ও আঃ কাদির(৩৭) নামে ৪জুয়ারী সহ ৫জনকে গ্রেফতার করে। পরে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দিলে জন মনে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরদিন ৩০জুলাই/১১ইং রাত সাড়ে দশটায় তারাকান্দা থানার এস আই ফজলু সঙ্গীয় ফোর্স সহ বড় ভালকী গারো পাড়ায় ধীরেন সাংমার বাড়ীতে অভিযান চালিয়ে নুরুল আমিন (৩৫),মিন্টু মিয়া (২০) আঃ ছালাম (৪৫). চানু মিয়া (৪২), হাবি (১৮) ও জামাল(১৮) সহ ৭জনকে মদের আড্ডা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পথিমধ্যে ২৫হাজার টাকা ঘুষ নিয়ে ৫জনকে ছেড়ে দিয়ে ঘুষের টাকা দিতে ব্যর্থ দুজন যথাক্রমে হাবি এবং জামালকে ৩১জুলাই কোর্টে চালান দেয়। এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে এএসপি গৌরিপুর সার্কেল এ হান্নান ও এডিশনাল এসপি আঃ মাবুদকে ঘটনা মুঠোফোনে জানানো হলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এসআই দ্বয় বহাল তবিয়তে থেকে ঘটনা প্রকাশ করার দায়ে এ প্রতিনিধিকে বিভিন্ন হুমকি ধমকি অব্যাহত রেখেছেন।

পোস্টটি প্রকাশতি হয়েছে নাগরিককণ্ঠে। দেখতে ক্লিক করুন এখানে