নির্বিচারে সরকারী জমির গাছ কর্তন

সংকলক
Published : 31 July 2011, 03:49 PM
Updated : 31 July 2011, 03:49 PM

প্রাকৃতিক সৌন্দর্যের আধাঁর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। এখানে প্রাকৃতিকভাবে বিভিন্ন বন গড়ে উঠেছে কিন্তু মানুষের লোভের কাছে সে বনভূমি আজ ধংসের মুখে। কলমাকান্দা উপজেলা বড়খাপন ইউনিয়নের রাজনগর গ্রামের চার পাশে সরকারী খাসজমিতে অনেক আগে থেকেই গড়ে উঠেছিল হিজল ও করচ গাছের বাগান। কিন্তু প্রতিনিয়ত মানুষ নির্বিচারে ধ্বংস করছে এ হিজল ও করচ বাগান। সমাজের কিছু প্রভাবশালী মানুষ নিজেদের প্রয়োজনে ও বিক্রির উদ্দেশ্যে কাটছে বন। ফলে প্রাকৃতিক অরণ্য ধ্বংসের সাথে সাথে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য্য। একই সাথে নষ্ট হচ্ছে পাখিদের নিরাপদ আবাসস্থল। সময়ের প্রেক্ষিতে এখন আর দেখা যায় না সাদা বক, পানকৌড়ি, ঘুঘু, ময়না, শালিক ইত্যাদি। এলাকাবাসীর প্রত্যাশা উক্ত হিজল ও করচ বাগানটি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে প্রাকৃতিক সৌন্দর্য্য ফিরিয়ে আনা।

মুল পোস্ট দেখতে ভিজিট করুন নাগরিক কণ্ঠের এই লিংক