এক গুচ্ছ কবিতা

সংকলক
Published : 24 May 2011, 05:07 PM
Updated : 24 May 2011, 05:07 PM

ব্লগারদের মধ্যে কবিতা প্রীতি তীব্র আকারেই বিরাজমান। অবশ্য কখনো কখনো কমিউনিটি ব্লগে ধারাবাহিক কবিতা পোস্ট হতে দেখা গেলে কেউ রসিকতা করে কিংবা বিরক্ত হয়ে মৃদু আপত্তি তুলে পোস্ট দিয়েছেন। কিন্তু কবিতাকে থামানো যায়নি। যদিও বিষয়ভিত্তিক কোন কোন ব্লগে অনেক ক্ষেত্রেই কবিতাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে ব্লগের পাতা থেকে, কিন্তু তা বলে তো আর কবি ব্লগাররা থেমে থাকবেন না!

শব্দনীড় ব্লগের প্রথম পাতায় এক গুচ্ছ কবিতা দেখে কবিতা প্রেমী ব্লগারদের চিত্তে তৃপ্তি জেগে উঠবে নিশ্চিত।

…স্বজাতি-ভিনজাতের ভেদাভেদ লাশের কাছে এক হয়ে গেল।
মরণ আর মানুষের মূল্যই এ বুঝি ব্যবধান। কেউ কারো নয়।…

পরিচিত ব্লগার এবং কবিতা প্রেমী বাবুল হোসাইন এর কবিতার শিরোনাম- বিলুপ্ত শৈশবকাল এবং আমাদের বেঁচে থাকা,

…আমার কৈশর জুড়ে ছিল হিজলার বনের হাতছানি;
নির্জন দুপুরে পাখি শিকারির মত খুঁজে নিতাম টুনটুনির ঘর
প্রমত্ত নদী আমাকে সাঁতার শেখায়নি, ভাসিয়ে নিয়েছে
এখন আর তার নেই গতিময় স্রোত, আমিই সাঁতার শিখাই তারে…

ব্লগার দোয়েল লিখেছেন মধ্যরাতের জোছনা আজ আমার উঠোনে… ,

…মধ্যরাতের জোছনা-সেই কখন শেষ রাতের জোৎস্নায় পরিণত হয়েছে,
গাছের পাতার ফাঁকে ফাঁকে চাঁদ-জোছনা বেরিয়ে আসতে চাইছে কবির উঠোনে,
গাছের পাতার ছায়ায় বিন্দু বিন্দু চাঁদের আলোক রশ্মি;
কবির উঠোন ঝিলমিল ঝিলমিল করে তুলছে আরেক স্বপ্নের মোহ;…

আমরা দু'জন: সময়ের জেলখানায় বন্ধি শিরোনামে ফকির আবদুল মালেক লিখেছেন,

আমরা ঘুরি চক্রাকারে- আর ফিরে যেতে চাই আপন বাড়িতে,
যেখানে আমরা স্বাধীন অপরাধহীন ফেরারী ছিলাম, শূণ্য-নিথর-নিস্তব্ধ।
আমরা দু'জন সময়ের জেলখানায় বন্ধি এখন-
বয়ে চলছি স্রোতস্বিনী অপার আনন্দধারা জীবনের।

অসংখ্য কবিতার ভীড়ে কবিতালোচনার আহ্বান জানিয়েছেন ব্লগার সীমান্ত। ধারাবাহিক পোস্টের [,,] এই আলোচনা এখনো চলছে।

উল্লেখ্য, শব্দনীড়ের আজকের ব্লগ ব্যানারটিও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্বরণ করে।

এমন প্রাণবন্ত কবিসভায় আপনিও যোগ দিন।