মুক্তিযুদ্ধের ফ্যান্টাসী ছবি গেরিলা ” দর্শক প্রতিক্রিয়া “

সংকলক
Published : 12 May 2011, 08:30 AM
Updated : 12 May 2011, 08:30 AM

আমরাবন্ধু ব্লগে রাসেল লিখেছেন,

মেহেরজানকে মুক্তিযুদ্ধের ফ্যান্টাসী সিনেমা বলা হলে গেরিলাও একই কারণে মুক্তিযুদ্ধের উপর ফোক ফ্যান্টাসি ঘারানার ছবি বিবেচিত হতে পারে। নাসিরউদ্দীন ইউসুফ এবং এবাদুর রহমানের যৌথ ধর্ষণে সৈয়দ শামসুল হলের নিষিদ্ধ লোবান উপন্যাস থেকে যেই চিত্রনাট্য পয়দা হয়েছে সেটার গভীরতা নেই, একজন মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা এবং নিষিদ্ধ লোবানের ছায়া অবলম্বনে আমার স্বল্প জীবনে দেখা মুক্তিযুদ্ধের সবচেয়ে বাজে ছবিটা "গেরিলা"

তিনি আরো লিখেছেন,

এবাদুর রহমানের গুলমেহের উপন্যাস নিয়ে মেজের জান চলচিত্র হয়েছিলো, সেটা ছবি হিসেবে দাঁড়ায় নি তেমন, আমি দেখি নি, আমি শুরু শুনেছি, কিন্তু গেরিলা ছবিতেও এবাদুরিফেক্ট ছিলো প্রবল ভাবেই, অনেক সম্ভবনার অপমৃত্যু ঘটাতে একা এবাদুরের নামোচ্চারণই যথেষ্ট মনে হয়।

জমজমাট এই সমালোচনা ও পাল্টা সমালোচনা পড়তে হলে দেখুন