আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
বগুড়া শিশু নাট্যদলের আয়োজনে শহরের পৌরপার্কে হয়ে গেল দুই দিনের নবান্ন উৎসব।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এই উৎসবের উদ্বোধন করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, খেলাধুলা, নৃত্য পরিবেশনা সহ নানা
ছবি আঁকা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, খেলাধুলা, নৃত্য পরিবেশনা এবং আরও নানা আয়োজন ছিল দুই দিনের এই নবান্ন উৎসবে।
উৎসবের শেষ দিন ছিল সমাপনী অনুষ্ঠান।
এদিন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আশরাফুল মমিন খান।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন বগুড়া শিশু নাট্যদলের পরিচালক ও মাসিক কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক, জিল্লুর রহমান শামীম প্রমুখ।