সোমবার সাইদীর সাক্ষী হাজির না হলে সাক্ষ্যগ্রহণ বাতিল

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে অবশিষ্ট সাক্ষীদের সোমবারের মধ্যে আদালতে হাজির করতে না পারলে তাদের সাক্ষ্যগ্রহণ বাতিল করবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2012, 12:10 PM
Updated : 7 Oct 2012, 12:10 PM
ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে অবশিষ্ট সাক্ষীদের সোমবারের মধ্যে আদালতে হাজির করতে না পারলে তাদের সাক্ষ্যগ্রহণ বাতিল করবে ট্রাইব্যুনাল।
আসামি পক্ষের সাক্ষীদের অনুপস্থিতির বিষয় উল্লেখ করে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, আসামি পক্ষের ব্যর্থতা এ মামলার প্রতি অবিচার করছে।
বৃহস্পতিবার আসামি পক্ষের অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আর কোনো সাক্ষী না থাকায় তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতাশা প্রকাশ করে রোববার সাক্ষী হাজির করতে না পারলে আসামি পক্ষের সাক্ষ্যগ্রহণ বন্ধ করা হবে বলে আদেশ দেয়।
তবে সাঈদীর আইনজীবী বলেন, তাদের আর দুজন সাক্ষী ছিল। এর মধ্যে একজন অসুস্থ হওয়ায় এদিন শুধু অন্যজন সাক্ষ্য দেবে।
আসামি পক্ষ প্রতিদিন একজন করে সাক্ষী হাজির করায় তা নিয়ে বৃহস্পতিবারও উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনাল।
২ সেপ্টেম্বর শুরু হওয়ার পর সাঈদীর পক্ষে এ পর্যন্ত ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/০০০০ ঘ.