সিলেট, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিপাইমুখ প্রকল্পের প্রতিবাদে করা তিনদিনের লংমার্চ সোমবার পুলিশের বাধার মুখে শেষ হয়েছে।
দুপুর ৩টায় সিলেটের জকিগঞ্জ পৌর এলাকা থেকে আমলশিদ সীমান্ত অভিমুখে যাওয়ার সময় পুলিশ লংমার্চকারীদের আটকে দেয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তার কারণে লংমার্চকারীদের সীমান্তে যেতে দেওয়া হয়নি।
টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামে দুটি সংগঠনের ডাকা এ কর্মসূচি শনিবার রাজধানীর শহীদ মিনার থেকে শুরু হয়।
সোমবার সকালে লংমার্চের গাড়িবহর সিলেট পৌঁছায়। সেখান থেকে তারা জকিগঞ্জে যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি জামান মিলু জানান, প্রায় পাঁচশ' লোকের লংমার্চটি জকিগঞ্জ থেকে আমলশিদ যাওয়ার সময় পৌর এলাকাতেই তাদের আটকে দেওয়া হয়।
একজন স্থানীয় সাংবাদিক জানান, পুলিশের বাধার মুখে লংমার্চকারীরা পৌর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
সংগ্রাম পরিষদ ২০১০ সালের ৮-১৫ জানুয়ারি বিমানে করে ভারতে গিয়ে টিপাইমুখ যাওয়ার কর্মসূচি 'আকাশ মার্চ' ঘোষণা করে।
সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আবেদ রাজার সভাপতিত্বে অনুুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের নেতা বেলাল আহমদে, হাবিবুর রহমান হিরণ, খলিলুর রহমান চৌধরী প্রমুখ।
ভারতের মনিপুর রাজ্যে বরাক নদীর টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এতে বাংলাদেশের সিলেট অঞ্চলে বিরূপ প্রভাব পড়বে। ভারতের মনিপুরবাসীও এর বিরোধিতা করছে।
গত ২৯ জুলাই টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে সংসদীয় একটি প্রতিনিধি দল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা হেলিকপ্টারে গিয়ে প্রকল্প এলাকায় নামতে পারেননি।
প্রতিনিধি দলের নেতা আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনও প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না বলে তারা আশ