বখাটের উৎপাতে শিশু ছাত্রীর স্কুল বন্ধ

'সরকারি দল সমর্থক' এক বখাটের উৎপাতে সাতক্ষীরায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2011, 01:04 PM
Updated : 27 Sept 2011, 01:04 PM
সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সরকারি দল সমর্থক' এক বখাটের উৎপাতে সাতক্ষীরায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে।
পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে মেয়েটির বাবা জানান।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদে এক সংবাদ সম্মেলনে মেয়েটির বাবা সিরাজুল ইসলাম এ অভিযোগ করেন।
সিরাজুল ইসলাম শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মেয়ে বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া-আসার পথে গ্রামের মাদকাসক্ত বখাটে সবুজ (২২) প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করে।
বিষয়টি সবুজের অভিভাবকদের জানালেও কোনো কাজ হয়নি।
গত ১৪ জুন শ্যামনগর থানায় সবুজের বিরুদ্ধে 'লিখিত অভিযোগ' দিলেও পুলিশ তা রেকর্ড করেনি।
তিনি বলেন, এর বিচার চাইতে গেলে সবুজ ও তার মামা কামরুজ্জমান বাবু তাকে মারধরও করেছে। তাই বাধ্য হয়ে তিনি মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন।
স্কুলের শিক্ষকদের জানালে তারাও কোনো ব্যবস্থা নিতে পারেননি।
এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সবুজ ও তার পরিবারের লোকজন ক্ষমতাসীন দলের হওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ৫ম শ্রেণীর ওই ছাত্রী জানায়, স্কুলে যাওয়া-আসার পথে বখাটে সবুজ তাকে অশ্লীল কথা বলতো। প্রতিবাদ করলে সবুজ তার মুখ এসিডে ঝলসে দেবে বলে হুমকি দেয়। ভয়ে সে এখন স্কুলে যেতে পারছে না।
"আমি পড়তে চাই। স্কুলে যেতে চাই। বখাটে সবুজ ও তার সঙ্গীদের শাস্তি চাই," বলে ওই শিশুটি।
সংবাদ সম্মেলন শেষে মেয়েটি ও তার বাবা সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ম্যাজিস্ট্রেট মো. আবু নাসারউদ্দীনকে বিষয়টি জানান।
তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শ্যামনগর থানার ওসিকে নির্দেশ দেন।
শ্যামনগর থানার ওসি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় শুনেছেন। কিন্তু কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেননি।
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ছাদেকুর রহমান ছাদেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বখাটে মাদকসেবী সবুজ ও তার পরিবারের সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক হওয়ায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
"উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হলেও দলীয় চাপের মুখে সবুজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।"
এ ব্যাপারে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি তিনি আগে শোনেননি। এ ব্যাপারে তিনি বুধবার সকালে শ্যামনগর কমিটির সভাপতির সঙ্গে কথা বলবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৩ ঘ.