উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক বখাটেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2011, 07:31 AM
Updated : 24 July 2011, 07:31 AM
মুন্সীগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক বখাটেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।
রোববার ম্যাজিস্ট্রেট রুবিনা ফেরদৌসী এই আদেশ দেন।
দণ্ডিত নূর হোসেনের (২৫) বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গ্রামে। নূর হোসেন ঢাকায় বিভিন্ন এলাকায় আখের রস বিক্রি করে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, উপজেলার চারিপাড়া গ্রামের এই ছাত্রীকে (১৭) কিছুদিন ধরে মোবাইল ফোনে উত্ত্যক্ত করছিল নূর হোসেন।
এ ব্যাপারে ছাত্রীটির বাবা হারুনুর রশিদ ২১ জুলাই শ্রীনগর থানায় একটি অভিযোগ দেন।
রোববার দুপুরে শ্রীনগর কলেজের সামনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এলাকার লোকজন ধরে তাকে পুলিশে দেয়। পরে ভ্রম্যমাণ আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.