চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে হয়রানি, দুজনের সাজা

রাজধানীর মিরপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে নিয়ে এক তরুণীকে ছবি তুলে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2011, 10:34 AM
Updated : 17 Oct 2011, 10:34 AM
ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে নিয়ে এক তরুণীকে ছবি তুলে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে মিরপুরের হাজি রোডের রজনীগন্ধা-১ একটি ফ্ল্যাট থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযোগ স্বীকার করার পর ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা দুই যুবককে কারাদণ্ড দেন।
দণ্ডিত দুজন হলেন- হাবিবুর রহমান (৩০) ও আশিকুর রহমান (২৭)। হাবিবুরকে দুই বছর ও আশিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র‌্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে এক তরুণীর ছবি তুলে এবং ভিডিওচিত্র ধারণ করে পরে তা দিয়ে ব্ল্যাকমেইল করছিলো ওই দুই যুবক।
হয়রানির স্বীকার তরুণী ঘটনাটি র‌্যাবকে জানালে তারা এ বিষয়ে পদক্ষেপ নেয়।
দণ্ডিত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০২৮ ঘ.