তৈমুরের অভিযোগের ব্যাখ্যা চাইবে ইসি

নারায়ণগঞ্জের নির্বাচনে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ কেন এনেছেন, তৈমুর আলম খন্দকারের কাছে তার ব্যাখ্যা চাওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2011, 09:16 AM
Updated : 3 Nov 2011, 09:16 AM
ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের নির্বাচনে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ কেন এনেছেন, তৈমুর আলম খন্দকারের কাছে তার ব্যাখ্যা চাওয়া হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৈমুর ছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী। তবে সেনা মোতায়েন না হওয়ায় শেষ মুহূর্তে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন তৈমুর।
সাখাওয়াত বলেন, "তৈমুর আলম খন্দকারকে আইনানুগভাবে প্রমাণ করতে হবে, নির্বাচন কমিশন কীভাবে পক্ষপাতিত্ব করেছে এবং ইভিএম দিয়ে কীভাবে কারচুপি হয়েছে। আর এজন্য তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।"
ঈদের পরে এ নোটিশ দেওয়া হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
যথাযথ জবাব দিতে না পারলে তৈমুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ নির্বাচন কমিশনার।
ভোটের দুই দিন পর বুধবার প্রধান নির্বাচন কমিশনারকে 'মেরুদণ্ডহীন' আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেন তৈমুর।
শহরের মাসদাইর এলাকায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলন তিনি বলেন, "বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয়। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।"
নির্বাচিতদের গেজেট প্রকাশ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ইসির উপসচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের নাম ও ঠিকানা সম্বলিত ফলাফলের গেজেট বুধবার হয়েছে। বৃহস্পতিবার তা ইসিতে এসেছে।
এ নির্বাচনে আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে বিজয়ী হন। তবে দল থেকে সমর্থন পেয়েছিলেন পরাজিত শামীম ওসমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১০৫ ঘ.