নতুন বছরেও পুরনো বৃত্তেই আটকে থাকতে হবে ফুটবলকে!

নতুন বছরের গর্ভে কী লুকিয়ে আছে বাংলাদেশের ফুটবলের জন্য? ফুটবলপ্রেমীদের প্রথাগত শুভ কামনার পরও স্বপ্ন দেখার খুব সুযোগ নেই। স্বপ্নের জায়গা নিয়েছে আশংকা, ফুটবলকে ক্রমশ অধঃপতনের পানে টেনে নিয়ে যাওয়া "সুলতানী আমল" ইতিমধ্যে দেশের ফুটবলের চরম সর্বনাশের নীল-নকশা করে রেখেছে !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2008, 08:02 AM
Updated : 1 Jan 2008, 08:02 AM
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন বছরের গর্ভে কী লুকিয়ে আছে বাংলাদেশের ফুটবলের জন্য? ফুটবলপ্রেমীদের প্রথাগত শুভ কামনার পরও স্বপ্ন দেখার খুব সুযোগ নেই। স্বপ্নের জায়গা নিয়েছে আশংকা, ফুটবলকে ক্রমশ অধঃপতনের পানে টেনে নিয়ে যাওয়া "সুলতানী আমল" ইতিমধ্যে দেশের ফুটবলের চরম সর্বনাশের নীল-নকশা করে রেখেছে !
ফিফার নির্দেশনা অনুযায়ী এ বছরের ৩০ এপ্রিলের মধ্যেই সম্পন্ন করতে হবে বাফুফে নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে হয়তো অন্ধকারাচ্ছন্ন "সুলতানী আমলের" অবসান হবে কিন্তু নবাগত কমিটির জন্য রেখে যাবে এক কঠিন সময়। যারা ফুটবল উন্নয়নে সরকারকে পাশে পাবে না। আর সরকারী পৃষ্ঠপোষকতা না থাকার মানে হচ্ছে পদে পদে শত-সহস্র বাধা-বিঘে