মেলা নিখুঁত করতে প্রয়োজনীয় লোক ও অর্থবল নেই: বাংলা একাডেমী মহাপরিচালক
বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেছেন, আগামি বার একুশে বইমেলার কোন স্টল সোহরোওয়ার্দি উদ্যানে থাকবে না। এবার উদ্যানে স্টল বরাদ্দ দেয়ায় মেলার পরিবেশ কিছুটা হলেও ক্ষুন্ন হয়েছে স্বীকার করে তিনি এ কথা জানান। মেলা শেষ হওয়ার আগের দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মেলা নিখুঁত করতে যে লোকবল ও অর্থবলের দরকার একাডেমীর তা নেই। সাক্ষাৎকার নিয়েছেন রিয়াজুল বাশার।
"প্রতি বছর অপেক্ষা করি কখন ফেব্রুয়ারি আসবে, এই মাসে আমি কোন কাজ হাতে রাখি না। অপেক্ষায় থাকি কখন বইয়ের রাজ্যে বসবো।"- এভাবেই বইমেলা নিয়ে নিজের আবেগ প্রকাশ করলেন জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন।
বইয়ের সঙ্গে এক মাসের সংসার শেষে ১১ মাসের জন্য বিচ্ছেদ হয়ে গেলো! আগামীবছর ১ ফেব্র"য়ারি আবার পুনর্মিলনী। এবং তারপর আবার বিচ্ছেদ! বই আর বাঙালি, লেখক আর প্রকাশক, পাঠক আর বিক্রেতার সম্পর্কটা মোটামুটি এই অম ...