জলবায়ু তহবিল থেকে অর্থ চাইবে না ভারত

জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিশ্র"ত তহবিল থেকে কোনো সহায়তা চাইবে না বলে আকস্মিকভাবেই জানিয়েছে ভারত। কানকুন থেকে জানাচ্ছেন তানিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2010, 04:27 AM
Updated : 7 Dec 2010, 04:27 AM
তানিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কানকুন, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিশ্র"ত তহবিল থেকে কোনো সহায়তা চাইবে না বলে আকস্মিকভবেই জানিয়েছে ভারত।
গত বছর কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো ২০১০-২০১২ বছরের জন্য ৩ হাজার কোটি ডলার 'ফাস্ট স্টার্ট ফাইন্যান্স' তহবিলের প্রতিশ্র"তি দেয় ।
সোমবার ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ মেক্সিকোর কানকুনে এক সংবাদ সম্মেলনে বলেন, "ভারতসহ বেসিকভুক্ত দেশগুলো ফাস্ট স্টার্ট ফাইন্যান্সিং তহবিল থেকে কোনো সহায়তা চাইবে না।"
সম্মেলনে বেসিকভুক্ত দেশগুলোর (ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত ও চীন) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে চীন প্রতিশ্র"ত ওই তহবিলের অর্থ সহায়তা চাইবে না বলে জানায়।
কার্বন নিঃসরণ কমানোসহ জলবায়ু পরিবর্তন মেকাবিলায় অভিযোজন, প্রশমন, সক্ষমতা বৃদ্ধি ও পযুক্তি উন্নয়ন ও স্থানান্তরের লক্ষ্যে এ তহবিলের ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে বেসিকভুক্ত উন্নয়শীল অগ্রসর দেশগুলো দরিদ্র দেশগুলোর জন্য দ্রুততার সঙ্গে অর্থ ছাড় দেওয়াসহ 'কোনো সমঝোতা না করার' মতো তিনটি বিষয়ের কথা জানায়।
গত ২৯ নভেম্বর মেক্সিকোর কানকুনে শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
কো-চেয়ার বাংলাদেশ
কানকুন সম্মেলনে পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদকে গত রোববার একটি আলোচক প্যানেলের কো-চেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনে আশাব্যঞ্জক ফল পেতে আরো ১০জনকে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষের কো-চেয়ার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেবি/এমআই/১৬২০ ঘ.