'ছবি মেলা-৬' শুরু শুক্রবার

দৃক আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব 'ছবি মেলা-৬' এর পর্দা উঠছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2011, 07:15 AM
Updated : 20 Jan 2011, 07:15 AM
ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৃক আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব 'ছবি মেলা-৬' এর পর্দা উঠছে শুক্রবার।
বিকালে শিল্পকলা একাডেমিতে এর উদ্বোধন হতে যাচ্ছে। এবার উৎসবের প্রতিপাদ্য- 'স্বপ্ন'।
৩১ টি দেশের অংশগ্রহণে ১৪ দিন ধরে চলবে এ মেলা।
বৃহস্পতিবার রাজধানীর দৃক গ্যালারীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক শহিদুল আলম এ সব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকাল চারটায় সাত মহাদেশের সাত জন প্রতিনিধি এবারের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসঙ্গে ছবি মেলার জন্য বিশেষ বার্তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলি ড. লুই মোরেনো-ওকাম্পো ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে উৎসবে অংশ নেবেন।
দৃক টেলিভিশনের িি(.িফৎরশ.ঃা) মাধ্যমে এই মেলার উদ্বোধন এবং ঢাকা গ্যোটে ইন্সটিটিউটে (২১-২৭ জানুয়ারি) সান্ধ্যকালীন পর্বের সরাসরি স