ছবি মেলাতিন রকমের তিন প্রদর্শনী

ছবিমেলার তিনটি প্রদর্শনী চলছে দৃক গ্যালারিতে। তিন নারী আলোকচিত্রীর তিন ধরণের তিনটি প্রদর্শনী। আর্জেন্টিনার 'ডার্টি ওয়ারের' সময় সরকারি কর্তৃপক্ষের হাতে মানুষের অপহরণ ও পরবর্তী নিগ্রহ, সাধারণ মানুষের ওপর সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের প্রভাব আর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে মানুষের আদিমতম পেশার অন্যরকম দৃষ্টিতে দেখা এক ছবি -এই হচ্ছে প্রদর্শনীগুলোর বিষয়বস্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2009, 08:12 AM
Updated : 18 Feb 2009, 08:12 AM
ঢাকা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছবিমেলার তিনটি প্রদর্শনী চলছে দৃক গ্যালারিতে। তিন নারী আলোকচিত্রীর তিন ধরণের তিনটি প্রদর্শনী।
আর্জেন্টিনার 'ডার্টি ওয়ারের' সময় সরকারি কর্তৃপক্ষের হাতে মানুষের অপহরণ ও পরবর্তী নিগ্রহ, সাধারণ মানুষের ওপর সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের প্রভাব আর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে মানুষের আদিমতম পেশার অন্যরকম দৃষ্টিতে দেখা এক ছবি -এই হচ্ছে প্রদর্শনীগুলোর বিষয়বস্তু।
'ওয়েইলিং ওয়াল' শুনে প্রথমে জেরুজালেমের সেই প্রাচীন প্রাচীরের কথা মনে হলেও এ দেয়ালগুলো আরেক মহাদেশের। তবে ওয়েলিং ওয়ালের নি