সংসদে অর্থ বিল ২০১১ পাস

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদে মঙ্গলবার অর্থবিল-২০১১ পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2011, 10:17 AM
Updated : 28 June 2011, 10:17 AM
ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদে মঙ্গলবার অর্থবিল-২০১১ পাস হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ ও কতিপয় আইনের সংশোধনে আনীত অর্থ বিল-২০১০ মঙ্গলবার রাত ৯টা ৫২ মিনিটে সংসদে উত্থাপন করেন। তা পরে কণ্ঠভোটে পাস হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন।
১ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে নতুন অর্থবছর।
এর আগে এই বিলের উপর আনীত জনমত যাচাই প্রস্তাবগুলো নাকচ করা হয়। তবে বেশ কিছু প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করা হয়।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে- এ অর্থ বিলের উদ্দেশ্য হলো ২০১১ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান করা এবং কতিপয় আইন সংশোধন করা।
গত ৯ জুন ২০১১-১২ অর্থ-বছরের বাজেট পেশের দিন এই অর্থ বিল সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী।
ওইদিন অর্থমন্ত্রী ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৮ হাজার পাঁচশ ৮৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেট প্রস্তাবের সময়ও বিএনপি সংসদে ছিলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২১৩ ঘ.