শিক্ষায় বাজেট বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী

আগামী অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2011, 02:19 PM
Updated : 14 June 2011, 02:19 PM
ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংসদে মঙ্গলবার বাজেট আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করলেও বাংলাদেশে তা মাত্র দুই শতাংশ।
"এমনকি আফ্রিকায় বাজেটের ৩০ শতাংশ ব্যয় হয় শিক্ষায়। অথচ আমাদের দেশে তা মাত্র ১১ শতাংশ।"
২০১১-১২ অর্থবছরের বাজেটে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা খাতে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে মোট ১৯ হাজার আটশ ৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এ বরাদ্দ দিয়ে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় এবং দ্রুত এটি দ্বিগুণ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও তার মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান। অপ্রদর্শিত আয় বৈধ করা বিষয়টি পুনর্বিবেচনারও আহ্বান জানান তিনি।
দীপু মনি বলেন, "সৎ করদানকারীদের ২৫ শতাংশ কর দিতে হলে অপ্রদর্শিত আয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া হওয়া উচিত।"
বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ছয়শ ৫৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/০০০৬ ঘ.