চলতি অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন

জাতীয় সংসদে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2011, 09:49 AM
Updated : 13 June 2011, 09:49 AM
ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন হয়েছে।
সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে সাত হাজার সাতশ ৭৯ কোটি দু লাখ ৮৫ হাজার টাকার সম্পূরক বাজেট পেশ করলে কণ্ঠভোটে তা অনুমোদন দেওয়া হয়।
রাত সোয়া ৯টায় অর্থমন্ত্রী সংসদে 'নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০১১' উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
বিকাল ৫টা ২২ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপনের পর সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা ও অনুমোদন কার্যক্রম শুরু হয়।
অর্থমন্ত্রী সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে বিরোধী দলের উদ্দেশে বলেন, বিরোধীদলীয় সদস্যরা যদি সংসদে আসতেন তাহলে আলোচনা আরো ফলপ্রসূ হতো।
এরপর সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীর ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ২৯ মঞ্জুরি দাবির প্রেক্ষিতে মোট সাত হাজার সাতশ ৭৯ কোটি দু লাখ ৮৫ হাজার টাকা মঞ্জুরি দাবি কন্ঠভোটে অনুমোদন হয়।
তবে বিরোধী দল সংসদে না আসায় তাদের দেওয়া ছাঁটাই প্রস্তাব উত্থাপিত হয়নি।
মঞ্জুরি দাবি অনুমোদনের পর ২০১১ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য অর্থমন্ত্রী সংসদে 'নির্দিষ্টকরণ (স