কোথাও চলছে মাটির চুলা বানিয়ে ধান সিদ্ধ করার কাজ, কেউবা সনাতন পদ্ধতিতে ধান ঝাড়ছেন, অনেকে আবার নতুন ধান মাড়াইয়ে নেমেছেন নানান যন্ত্র নিয়ে। হড়কা বান না আসার সুযোগে হাওরের বিস্তৃীর্ণ প্রান্তরজুড়ে এভাবেই চলছে ধান মাড়াইয়ের কর্মযজ্ঞ। যতদূর চোখ যাক কিশোরগঞ্জের সব হাওরে দেখা মিলবে সোনালী ফসলের সারি সারি স্তূপ। তাপপ্রবাহ আর রোদের উত্তাপ সয়ে কিষাণ-কিষাণীরা ব্যস্ত ফসল ঘরে তুলতে।
Published : 16 May 2024, 11:04 AM