২,১৭১ কোটি টাকার বাজেট ঘোষণা ডিসিসির

২০১০-১১ অর্থবছরের জন্য ২ হাজার ১৭১ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2010, 04:59 AM
Updated : 8 July 2010, 04:59 AM
ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০-১১ অর্থবছরের জন্য ২ হাজার ১৭১ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর কাজী বশির মিলনায়তনে মেয়র সাদেক হোসেন খোকা এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে ১ হাজার ৭৩৫ কোটি ৪৯ লাখ টাকা উন্নয়নের জন্য রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ৮০ শতাংশ।
এতে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০৪ কোটি ৩৫ লাখ টাকা।
এছাড়া সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক প্রকল্প থেকে ১ হাজার ২৫৪ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র খোকা। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১৬৪২ ঘ.