'বাণিজ্যিক ভবন' ভাড়ার ওপর কর প্রত্যাহার দাবি

বাণিজ্যিক উদ্দেশ্যে নেওয়া বাড়ি ভাড়ার ওপর মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2010, 10:37 AM
Updated : 15 June 2010, 10:37 AM
ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক উদ্দেশ্যে নেওয়া বাড়ি ভাড়ার ওপর মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকরা।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাব করা আগামী অর্থবছরের (২০১০-১১) বাজেটে বাণিজ্যিক উদ্দেশ্যে নেওয়া বাড়ি ভাড়ার ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছে।
বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "বাজেটে এই খাতে (তৈরি পোশাক রপ্তানি খাতে) দুই হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে। কিন্তু আমরা আশঙ্কা করছি বাড়ি ভাড়ার ওপর প্রস্তাবিত কর ও উৎসে আয়করের কারণে উদ্যোক্তারা মধ্যে প্রতিযোগিতার উৎসাহ থাকবে না।"
বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ডিজেল ও ফার্নেস অয়েলের উপর ভর্তুকি দেওয়ারও দাবি জানান তিনি।
বাজেটে রপ্তানিকারকদের জন্য উৎসে আয়করের হার বাড়ানোর প্রস্তাবের ব্যাপারেও বিজিএমইএ নেতা উদ্বেগ প্রকাশ করেন।
এ ব্যাপারে এর আগে নিটওয়্যার রপ্তানিকারকা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তবে উৎসে আয়কর আরোপের প্রভাব কতোটা হতে পারে জানতে চাইলে মুর্শেদী স্পষ্টভাবে কিছু বলেননি।
তিনি শুধু একটি কথাই বলেন, "আমরা প্রতিযোগিতার সক্ষমতা হারাবো।"
প্রস্তাবিত বাজেটে রপ্তানিকারকদের জন্য উৎসে আয়কর চলতি বাজেটের দশমিক ২৫ শতাংশ থেকে চারগুণ বাড়ানোর কথা বলা হয়েছে।
পরিবেশের বিষয়টি 'বাংলাদেশের জন্য একটি বড় উদ্বেগ'- এ কথা জানিয়ে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনে এর বিভিন্ন উপকরণ আমদানিতে শূন্য শুল্কের দাবি জানান মুর্শেদী।
এছাড়া তৈরি পোশাক শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ তহবিলের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এমএসবি/২২৩৩ ঘ.